মধ্যরাতে আগুনে পুড়ে ছাই, নিঃস্ব ঝুট ব্যবসায়ী পরিবার

Tareq Hasan avatar   
Tareq Hasan
****

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ঝুট ব্যবসায়ীর বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে মুহূর্তেই পথে বসেছেন মোজাম নামের ওই ক্ষুদ্র ব্যবসায়ী ও তার পরিবার।

জানা যায়, ২৫ আগস্ট দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার গান্ধাইল ইউনিয়নের নয়াপাড়ায় মোজামের বসতবাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালালেও মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরে থাকা মালামালসহ পুরো বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের ভাষ্যমতে, মোজাম একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আগুনে তার সর্বস্ব হারিয়ে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন।

No comments found