মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের বাঁকাপুর গ্রামে সরকারি সম্পত্তির জমিতে সরিষা ফসলে বিষ প্রয়োগ করে ফসল নষ্টের অভিযোগে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ওই সংবাদের অভিযুক্ত ব্যক্তিরা। তারা অভিযোগটিকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
অভিযুক্তদের পক্ষ থেকে একজন বলেন, বাঁকাপুর গ্রামের উক্ত জমিতে তারা কোনো সময়ই বিষ বা কীটনাশক স্প্রে করেননি এবং সরিষা ফসল নষ্টের ঘটনার সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। উল্টো তারাই ওই ফসলে বিষ প্রয়োগ করে সরিষা নষ্ট করে এবং আমাদের উপর দোষ চাপিয়েছে । যাচাই-বাছাই ছাড়াই তাদের নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।
তারা আর ও বলেন , “আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই—ওই জমিতে আমরা কোনো দিন বিষ স্প্রে করিনি। ফসল নষ্ট করার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের কাগজপত্র সব ঠিক আছে এই জমিকে কেন্দ্র করে আদালতে একাধিক মামলাও রয়েছে । কাগজে এবং আইনের মাধ্যমে যে রায় আসবে আমরা তাতে রাজি।” তারা আরও বলেন, জমি ও দখল সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে প্রকৃত ঘটনা আড়াল করে তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্তরা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হোক এবং মিথ্যা অভিযোগের মাধ্যমে নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধ করা হোক।



















