মান্দায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

Al amin Shadin avatar   
Al amin Shadin
****

 

 

আল আমিন স্বাধীন 

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ 

 

"প্রযুক্তি নির্ভর যুবশক্তি, সমৃদ্ধশালী অর্থনীতির অগ্রগতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে যুব র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ এবং শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার আশরাফুল ইসলাম। শপথ বাক্য পাঠের পাশাপাশি সফল যুবকদের মধ্যে বক্তব্য দেন আলোর সন্ধান প্রতিবন্ধী যুব সংস্থার সভাপতি সোহেল রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার যুব সভাপতি আব্দুল মালেক। বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি ওয়াসিম রাজু প্রমুখ।

 

আলোচকরা যুব সমাজকে প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভর হয়ে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অংশগ্রহণের আহ্বান

জানান।

Ingen kommentarer fundet