close

লাইক দিন পয়েন্ট জিতুন!

মান্দায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে  শাপলা ডায়াগনস্টিককে জরিমানা..

Al amin Shadin avatar   
Al amin Shadin
****

 

আল আমিন স্বাধীন 
মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ


নওগাঁর মান্দা উপজেলার সাবাই হাট এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে শাপলা ডায়াগনস্টিক নামের একটি প্রতিষ্ঠানে অনিয়ম ও মেয়াদ উত্তীর্ণের দায়ে জরিমানা করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট ) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহমেদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও অন্যান্য অনিয়ম পাওয়ায় শাপলা ডায়াগনস্টিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে আদায় করা এ জরিমানার দাপ্তরিক রশিদ প্রতিষ্ঠানটির হাতে তুলে দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

No comments found