আল আমিন স্বাধীন
মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় দুস্থ ও অসহায় মানুষের চিকিৎসা সেবার জন্য ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব, নওগাঁ জেলা শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট ) বিকেলে উপজেলার ভালাইন ইউনিয়নের চকজামদই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ক্যাম্পের আয়োজন করা হয়। বিকেল থেকে এই ক্যাম্পে এলাকার শত শত মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসা সেবা প্রদান করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু। এ সময় বিভিন্ন বয়সী নারী-পুরুষ চিকিৎসা পরামর্শ, রক্তচাপ পরীক্ষা, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পান।
জানা যায়, গ্রামীণ এলাকার মানুষ বিশেষ করে দরিদ্র ও অসহায়রা অনেক সময় প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হন। তাদের পাশে দাঁড়াতেই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
ডা. ইকরামুল বারী টিপু বলেন,অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। সুস্থ জনগণই একটি সুস্থ সমাজ গড়ে তুলতে পারে।”
সারাদিনব্যাপী এই কর্মসূচি এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয়রা এমন উদ্যোগের প্রশংসা করেছেন এবং নিয়মিত এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।