আল আমিন স্বাধীন
মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলায় খাদ্যবান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলা পরিষদের হলরুমে এ লটারির আয়োজন করে উপজেলা খাদ্য বিভাগ।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্যবাজার কমিটির সভাপতি আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে মোট ১৪টি ইউনিয়নের ২৮টি কেন্দ্রে ডিলার নিয়োগের জন্য লটারি অনুষ্ঠিত হয়।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, ডিলার নিয়োগের জন্য মোট ১৬৭টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ১০২টি আবেদনকে যোগ্য ঘোষণা করা হয়, যার মধ্যে ৪টি কেন্দ্রের জন্য এককভাবে প্রার্থী নির্বাচিত হয়। ত্রুটিপূর্ণ বা অযোগ্য হওয়ায় ৬৫টি আবেদন বাতিল করা হয়।
যোগ্য আবেদনকারীদের মধ্যে ৯৮ জনের জন্য লটারি অনুষ্ঠিত হয়। এককভাবে নির্বাচিত কেন্দ্রগুলো হলো— নেশপুর ইউনিয়নের সতীহাট বাজার, বিষ্ণুপুর ইউনিয়নের জোকাহাট বাজার, মান্দা ইউনিয়নের মান্দা ইউনিয়ন পরিষদ, এবং ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ ইউনিয়ন পরিষদ।
এছাড়া দুটি কেন্দ্রে কোনো যোগ্য প্রার্থী না থাকায় পুনঃনিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ডিলার নিয়োগ দেওয়া হবে। কেন্দ্র দুটি হলো— মান্দা ইউনিয়নের পিরপালী বাজার ও তেঁতুলিয়া ইউনিয়নের নারায়নপুর বাজার।
অনুষ্ঠানে উপজেলা খাদ্য কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রার্থীরা উপস্থিত ছিলেন।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
Ingen kommentarer fundet