close

লাইক দিন পয়েন্ট জিতুন!

মান্দায় জাতীয় মৎস সপ্তাহ পালিত

Al amin Shadin avatar   
Al amin Shadin
****

 

 

আল আমিন স্বাধীন 
মান্দা (নওগাঁ ) প্রতিনিধি :


‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নওগাঁর মান্দায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকাল ১০টার দিকে পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
পরে পরিষদ মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপংকর পালের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
সভায় বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান শিপন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশীদ, মৎস্য চাষি আব্দুস সালাম প্রমূখ।
শেষে ৪জন সফল মৎস্য চাষিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।#

No comments found