আল আমিন স্বাধীন
মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় গ্রামীণ জনগণের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবের লক্ষ্যে রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছে ইকরা সুন্নাহ ফাউন্ডেশন ও পাঠাগার। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ফাউন্ডেশনের উদ্যোগে নূরুল্যাবাদ থেকে মিঠাপুর পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ সড়ক সংস্কারের কাজ হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। বহুদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা এই সড়কটি স্থানীয়দের জন্য ছিল দুঃসহ কষ্টের কারণ। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা-পানির কারণে পথচারী ও যানবাহন চলাচল প্রায় অচল হয়ে পড়ত।
উদ্বোধনী অনুষ্ঠানে ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, “এই উদ্যোগ শুধু রাস্তা সংস্কার নয়, এটি মানুষের মৌলিক চাহিদা পূরণের একটি অংশ। এ সড়ক সংস্কারের ফলে স্থানীয় জনগণের যাতায়াত সহজ হবে, কৃষিপণ্য বাজারজাত করতে সুবিধা হবে এবং শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাওয়া আরও নিরাপদ হবে।”
তারা আরও জানান, স্থানীয় জনগণের সহযোগিতায় এ ধরনের সামাজিক কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যতে গ্রামের অন্যান্য গুরুত্বপূর্ণ সড়ক ও অবকাঠামো উন্নয়নেও প্রতিষ্ঠানটি কাজ করার পরিকল্পনা গ্রহণ করেছে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বহু বছর পর রাস্তা সংস্কারের কাজে হাত পড়ায় তারা অত্যন্ত খুশি। তাদের প্রত্যাশা, এই উদ্যোগ শেষ হলে এলাকার চিত্র পাল্টে যাবে।