close

লাইক দিন পয়েন্ট জিতুন!

মাধবপুরে সাংবাদিককে টাকা দিয়ে ‘ম্যানেজ’ করার অভিযোগে দুই শিক্ষিকাকে শোকজ..

Nahid Hasan avatar   
Nahid Hasan
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুলতানপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংবাদিকদের টাকা দিয়ে ‘ম্যানেজ’ করার অভিযোগে দুই শিক্ষিকাকে শোকজ করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

শোকজপ্রাপ্ত শিক্ষিকারা হলেন-বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. শরীফা খাতুন (চলতি দায়িত্ব) ও সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস.এম. জাকিরুল হাসান স্বাক্ষরিত এক নোটিশে উল্লেখ করা হয়— গত বুধবার বিদ্যালয়ে তথ্য সংগ্রহে গেলে সাংবাদিক মুজাহিদ মসি ও ত্রিপুরারী দেবনাথ ত্রিপুরাকে টাকা দেওয়ার মাধ্যমে ‘ম্যানেজ’ করার চেষ্টা করেন উক্ত দুই শিক্ষিকা।

নোটিশে বলা হয়, সাংবাদিকরা বারবার নিষেধ করার পরও তাদেরকে টাকা দেওয়ার চেষ্টা করা হয়, যা সরকারি চাকরিবিধি অনুযায়ী গুরুতর অসদাচরণ হিসেবে বিবেচিত।

এছাড়া বিদ্যালয়ের গাছ কাটা, আর্থিক অনিয়ম ও প্রশাসনিক অসঙ্গতি সম্পর্কেও অভিযোগ রয়েছে। তাই উক্ত দুই শিক্ষিকাকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম বলেন, “কারণ দর্শানোর জবাব সন্তোষজনক না হলে বিভাগীয় মামলা হতে পারে। সাংবাদিকরা শিক্ষকদের প্রতিপক্ষ নয়, বরং শিক্ষা উন্নয়নের সহযোগী।”

অন্যদিকে বাংলা টাইমসের সাংবাদিক ত্রিপুরারী দেবনাথ ত্রিপুরা বলেন,“ঘটনাটি সঠিকভাবে যাচাই করা হয়নি। সহকারী শিক্ষিকার কোনো দোষ ছিল না, অথচ যিনি দায়ী তাকেই বাঁচানো হয়েছে। ম্যাডামরা ভদ্র ও সহযোগী ছিলেন। শোকজ করার মতো কোনো ঘটনা আসলে ঘটেনি।”

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator