close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

মাধবপুরে পুলিশের উপর হামলার ঘটনায় আটক ২

Nahid Hasan avatar   
Nahid Hasan
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 
হবিগঞ্জের মাধবপুরে পুলিশের উপর হামলার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকালে মাধবপুর থানার পুলিশের একটি দল উপজেলার বুল্লা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো, মাধবপুর উপজেলার বুল্লা গ্রামের মো: আমরু মিয়ার পুত্র মো: কাশেম মিয়া (২৫) ও তিশক মিয়ার পুত্র মো: জাকির হোসেন (২৪)। এর আগে বুধবার বিকেলে উপজেলার দক্ষিণ বুল্লা গ্রামের ধলাই মিয়ার গোষ্ঠী ও সেলিম মেম্বারের গোষ্ঠীর লোকজনের মধ্যে সৌদি আরবে সংঘর্ষের ঘটনার জের ধরে দুদলের সংঘর্ষে ওসি মো: সহিদ উল্ল্যাহ সহ ৭ পুলিশ সদস্য ও উভয়পক্ষের শতাধিক ব্যাক্তি আহত হয়। পুলিশের উপর হামলার ঘটনায় বুধবার রাতে মাধবপুর থানার এসআই বিজয় দেবনাথ বাদী হয়ে ৮৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫০/৩০০ জনের বিরুদ্ধে মামলা করেন। মাধবপুর থানার ওসি মো: সহিদ উল্ল্যাহ সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

No comments found