মাধবপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করার অভিযোগে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা..

Nahid Hasan avatar   
Nahid Hasan
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি॥
হবিগঞ্জের মাধবপুর বাজারে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি করার অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ বিন কাশেম সোমবার (১১ আগস্ট) বিকেলে মাধবপুর পৌর বাজার এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান 
স্যাম্পল বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ বিন কাশেম আই নিউজ বিডিকে বলেন, বিকেলে পৌর এলাকার বাজারে অভিযান চালানো হয়। এসময় দুইটি ফার্মেসিতে তদারকিতে মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ পাওয়া যায়। এছাড়া কমার্শিয়াল প্যাকেটের মধ্যে লুকিয়ে

ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ সব অপরাধে দুটি প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।তিনি আরও জানান, ভবিষ্যতে একই কাজ থেকে বিরত থাকার জন্য তাদের সতর্ক করা হয়। ঔষধ কেনার সময় মূল্য এবং মেয়াদ এর প্রতি লক্ষ্য রাখতে তিনি ভোক্তাদের প্রতি অনুরোধ জানান। অভিযানে সহায়তা করে মাধবপুর থানা পুলিশের একটি টিম।

Aucun commentaire trouvé