মাধবপুরে মাদক সেবনের অভিযোগে ৩ ব্যক্তিকে ১০ দিনের কারাদণ্ড ও জরিমানা..

Nahid Hasan avatar   
Nahid Hasan
****

 


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা
ইউনিয়নের রিয়াজনগর গ্রামে মাদক সেবনের অভিযোগে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।"
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার ফতেহপুর গ্রামের মৃত বসু মিয়ার ছেলে মো. জিলু মিয়া (৩৫), রিয়াজনগর গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে মো. দুলাল মিয়া (৪৫) এবং একই গ্রামের মৃত শাহেদ মিয়ার ছেলে মো. রুয়েল মিয়া (৩৫)।"
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হবিগঞ্জ কার্যালয়ের পরিদর্শক চাঁন মিয়ার নেতৃত্বে এবং উপ-পরিদর্শক মীরা রানীর উপস্থিতিতে গাঁজা সেবনের সময় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মো. দুলাল মিয়াকে ৪ হাজার টাকা জরিমানা, মো. রুয়েল মিয়াকে ১ হাজার টাকা জরিমানা এবং মো. জিলু মিয়াকে ১ হাজার টাকা জরিমানাসহ প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।"

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে।"
স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী
অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না।"

No comments found