মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর বাজারে সবজি কিনতে গিয়ে কুকুরের হামলায় গুরুতর আহত হয়েছেন রাষ্টু মিয়া (৪০) নামে এক হোটেল বাবুর্চি। শুক্রবার (১৯ জুলাই) রাত ৮ টায় সবজি বাজারে এ ঘটনা ঘটে। কুকুরের কামড়ে আহত রাষ্টু মিয়া পৌরসভার ১ নং ওয়ার্ড পূর্ব মাধবপুর গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে।"
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে রাষ্টু মিয়া বাসায় যাওয়ার পথে প্রয়োজনীয় কিছু সবজি কিনতে মাধবপুর বাজারে যান। হঠাৎ সবজি বাজারে পিছন থেকে একটি কুকুর বেরিয়ে এসে আচমকা ভাবে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। রাষ্টু মিয়া আতঙ্কিত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে কুকুরটি তার ডান উরুতে সহ শরীরের বিভিন্ন স্থানে কামড়ে ক্ষতবিক্ষত করে ফেলে।"
রাষ্টু মিয়ার চিৎকার শুনে আশেপাশের ব্যবসায়ীরা দ্রুত ছুটে এসে কুকুরটিকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দেন। তিনি প্রাণে রক্ষা পান। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।"
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে, ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাজার ব্যবসায়ীরা।"
এদিকে মাধবপুর বাজারে ব্যাপক অংশে বেওয়ারিশ কুকুর রয়েছে যা নিয়ে বিপাকে রয়েছেন এ বাজারের ব্যবসায়ী ও ক্রেতারা। কখন কোন সময় স্কুল কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে কামড়ে আহত করেন। যা নিয়ে আতঙ্কে রয়েছেন মানুষ।"