close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

মাধবপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

Nahid Hasan avatar   
Nahid Hasan
****

হবিগঞ্জের মাধবপুরে পুলিশের বিশেষ অভিযানে চার কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।'শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।' মাধবপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজান, এএসআই সাইফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ধর্মঘর ইউনিয়নের হরিষপুর রেলস্টেশনের এলাকায় এ অভিযান চালায়।'সন্দেহ জনক ব্যক্তিকে আটক করে দুইটি স্কুলব্যাগ থেকে মোট চার কেজি ভারতীয় গাঁজা উদ্ধারসহ হৃদয় হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লা জেলা লাকসাম উপজেলার মিশ্রী আলী গ্রামের মো. বাদল হোসেন ছেলে। সুজন মিয়া (২৭) নামে এক ব্যক্তি পালিয়ে যায়। সুজন বিজয়নগর উপজেলার সাংহুনাইল্লা মুড়া গ্রামের মৃত জমির আলী ছেলে। গ্রেপ্তারকৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেন, ‘গাঁজা পারুল বেগম পারীর (৪৫) নিকট হইতে সংগ্রহ করেন’।

 থানার ওসি মোহাম্মদ শহীদ উল্ল্যা জানান, ‘গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয় এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

No comments found