close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

মাধবপুরে দুই গ্রুপের সংঘর্ষে ওসিসহ শতাধিক আহত

Nahid Hasan avatar   
Nahid Hasan
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার দক্ষিণ বুল্লা গ্রামে বুধবার বিকেলে ভয়াবহ সংঘর্ষে থানার ওসিসহ অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা গুরুতর। তারা মাধবপুর,ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সৌদি আরবে একই গ্রামের ধলাই মিয়ার ছেলের সঙ্গে হেলাল মেম্বারের লোকজনের ভিসা জটিলতা নিয়ে বিরোধ বাধে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে চলা গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে বুধবার বিকেলে শতশত লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত  শতাধিক আহত হন। খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ শহিদ উল্লাহ’র নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ থামানোর সময় ওসি শহীদ উল্লাহ পায়ে আঘাতপ্রাপ্ত হন।
আহত হলেন- রাসেল মিয়া (১৮), রাশেদ মিয়া (১৮), বাবুল মিয়া (৬০), মন্নান মিয়া (২৭), ইছব মিয়া (৩৫), জালাল উদ্দিন (৩৫), শাহ আলম (৪০), ইউনুছ মিয়া (৬০), লিটন মিয়া (৩৫), রহমত উল্লাহ (২৪), জালাল মিয়া (২৬), সুন্দর আলী (৪২), নয়ন মিয়া (১৬), আদম খা (৩০), ফারুক মিয়া (৫০), শরীফ উদ্দিন (৫০), ছোয়াব মিয়া (৪০), ছায়েদুল (৪০), চুন্নু মিয়া (৫৫), জলফু মিয়া (৬১), শাকিল মিয়া (২০), শাহাব উদ্দিন (৫১), নুরুল হক (৫০), সাগর (১৬), পাবেল (২৪), দুলাল মিয়া (৪৫), রাশেদ মিয়া (১৫), মনটু মিয়া (৫০), মিরাজ মিয়া (২২) ও সোহরাব (৩৫)।
মাধবপুর থানার ওসি শহিদ উল্ল্যাহ জানান, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

No comments found