মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেশীয় পাখি আটক ও বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৪টায় উপজেলার বহরা ইউনিয়নের মনতলা স্টেশন বাজার এলাকায় দেশীয় পাখি (দেশীয় তিলা, ঘুঘু,শালিক,বুলবুলি ও ডাহুক) অবৈধভাবে আটক ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মুজিবুল ইসলাম। তিনি বলেন,দেশীয় পাখি আমাদের সম্পদ,তারা আমাদের সমাজের পরিবেশেরই অংশ তাদের প্রতি আমাদের আরও যত্নশীল হতে হবে।জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন,২০১২ অনুযায়ী উপজেলার বহরা ইউনিয়নের মেরাশানী গ্রামের মৃত সোনাই মিয়ার ছেলে মো: মালু মিয়াকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত পাখিগুলো সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। অভিযানের সহযোগিতায় ছিলেন মাধবপুর থানাধীন মনতলা পুলিশ ফাঁড়ির একটি টীম ও ফরেস্ট অফিস, জগদীশপুর এর কর্মকর্তা কর্মচারী।