close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

মাধবপুরে ছাত্রদল নেতার নামে চাঁদাবাজি মামলার বাদি ডাকাতি মামলায় গ্রেফতার ..

Nahid Hasan avatar   
Nahid Hasan
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 
চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে আটক মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরী বিরুদ্ধে চাঁদাবাজি মামলার বাদি অরূপ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। অরূপ চৌধুরীকে শায়েস্তাগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় মাধবপুর থেকে গ্রেফতার করা হয় বলে জানান শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ। অরূপ চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মনির চৌধুরীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।তার বিরুদ্ধে ডাকাতি,মাদক ও মারামারির অন্তত ৫ টি মামলা রয়েছে বলেও জানা গেছে।" 
উল্লেখ্য অরূপ চৌধুরীর অভিযোগের প্রেক্ষিতে সেনাবাহিনীর একটি টিম শুক্রবার ভোররাতে কালিকাপুর থেকে মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরী ও মোনায়েম খানকে আটক করে মাধবপুর থানায় সোপর্দ করে।এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে। জামিল চৌধুরীর শুভাকাঙ্ক্ষীরা ঘটনাটিকে ষড়যন্ত্রমুলক বলে দাবি করে সুষ্টু তদন্তে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে বলেও মতামত প্রকাশ করেন।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ উল্ল্যা আই নিউজ বিডিকে জানান, 'চাঁদাবাজির অভিযোগে জামিল চৌধুরী ও মোনায়েম খানের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।'
 

No comments found