মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলা বিএনপি এর সদস্য পদ নবায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল।
উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, সহ-সভাপতি মো. আরজু মিয়া, পারভেজ হোসেন চৌধুরী ও হাজী অলিউল্লাহ, যুগ্ম সম্পাদক সুমন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল বাবুল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান, যুগ্ম আহ্বায়ক আল আমিন ইসলাম এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির।
এছাড়াও উপজেলার ১১টি ইউনিয়নের বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকরা কর্মসূচিতে বক্তব্য রাখেন।