মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর বাজার সংলগ্ন পাকা রাস্তায় শনিবার (৮ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি অবৈধ বালুভর্তি ট্রাক্টরকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম জানান, এক মাস পুরনো রশিদ ব্যবহার করে ইজারা ছাড়া জায়গা থেকে বালু উত্তোলন ও বিক্রির অপরাধে মো. সাইমন মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, “অবৈধ বালু উত্তোলন ও বিক্রির মতো কর্মকাণ্ড পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। প্রশাসন নিয়মিত অভিযান চালিয়ে এই ধরনের অপরাধ প্রতিরোধে কাজ করে যাচ্ছে।”
সাইমন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আব্দুল মনিরের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রিতে লিপ্ত, যার ফলে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নিকাশি ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।এ অভিযানে ধর্মঘর বিওপির বিজিবি সদস্যরা সহযোগিতা করেন।



















