মাধবপুর( হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যাক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (২৭ আগষ্ট) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মুজিবুল ইসলাম মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালি উত্তোলন ও বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ২টি পৃথক মামলায় মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের রুহুল আমিন'কে ১,৫০,০০০/= (এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) ও আশ্রবপুর গ্রামের মিয়াব আলী'কে ৫০,০০০/= (পঞ্চাশ হাজার)টাকা
মোট ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
অভিযানকালে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মুজিবুর রহমান, মনতলা ও কাশিমনগর পুলিশ ফাড়ির একটি টীম উপস্থিত থেকে সহযোগিতা করেন। সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে।