রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে মাধবদী এসপি স্কুল মাঠ থেকে এ র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চরকা চত্বরে গিয়ে সমাপ্ত হয়।
আয়োজকরা জানান, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ১৯ আগস্ট প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সেবার কথা চিন্তা করে ‘জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল’ প্রতিষ্ঠা করেন। সেই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বীর ও কিংবদন্তি ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক জি.এস., বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক সংসদ সদস্য এবং নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
র্যালির উদ্বোধক ছিলেন মাধবদী কলেজের সাবেক ভিপি ও নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. নাসির উদ্দিন (ভিপি নাসির)।
এ সময় বক্তারা বলেন, “স্বেচ্ছাসেবক দল দেশের সংকট ও দুর্যোগময় সময়ে সবসময় মানুষের পাশে ছিল এবং আগামীতেও থাকবে। গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে সংগঠনটির ভূমিকা সব সময়ই গুরুত্বপূর্ণ।”
র্যালিতে মাধবদী থানা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও শ্লোগানে মুখরিত এ আয়োজন উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।