জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
"জামালপুরের সিংহ পুরুষ" হিসেবে খ্যাত এই নেতার স্মরণে বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে মাদারগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মাদারগঞ্জ উপজেলা, পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আব্দুল গফুর। মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খাঁন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মাদারগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক রকিব লিটন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু প্রমূখ।
বক্তারা প্রয়াত নেতা ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অসামান্য অবদানের কথা স্মরণ করেন।
আলোচনা সভা শেষে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রাশেদ মোশারফ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদারগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ সুজন, উপজেলা বিএনপির সদস্য আব্দুল হান্নান। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম রাসেল, সদস্য সচিব হাফিজুর রহমান,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহাম্মেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আল-মামুন, সিনিয়র যুগ্ম আহবায়ক মনজুরুল ইসলাম তামশা সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।