ভোলা জেলার মনপুরায় পুকুরে ডুবে পাবিহা নামের তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত শিশু পাবিহা ওই এলাকার মোঃ ওমর আলী ও রুনা বেগমের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল বেলায় পাবিহার মা সেলাই কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। তখন শিশুটি বাড়ির আঙিনায় খেলছিল। হঠাৎ খেলায় না দেখা গেলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।
পরে দ্রুত মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে মনপুরা থানার (এসআই) মোঃ জাফর ইকবাল জানান, শিশুটির মৃত্যুর খবর শুনে আমরা হসপিটালে যাই এবং শিশু পাবিহার মৃত্যুর সাথে অন্য কোন কারণ জড়িত আছে কি না সেটিও তদন্ত করা হবে।
শিশু পাবিহার এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



















