মো: মনজুর আলম (মঞ্জু)
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় ১০ হাজার ইয়াবা সহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ শাখার (সিটিএসবি) সদস্য মুনিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ। বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার চুনতি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, মুনিরুল মোটর সাইকেলে করে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় পুলিশের টহল দল তাকে থামিয়ে তল্লাশি চালালে তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তার মুনিরুল ইসলামের গ্রামের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।