ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়ন বিএনপির সদস্যপদ নবায়ন ও পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) লেমুয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেমুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম মিয়াজী। সঞ্চালনা করেন লেমুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মামুন এবং লেমুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক।
প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। প্রধান বক্তা ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুল রহমান বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির এবং লেমুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন রিপন মেম্বার।
প্রধান অতিথি মশিউর রহমান বিপ্লব বলেন, “দলকে শক্তিশালী করতে গ্রামীণ পর্যায়ে সদস্যপদ নবায়ন খুবই জরুরি। আজ লেমুয়া ইউনিয়নের নেতাকর্মীদের উদ্দীপনা প্রমাণ করে বিএনপি আবারও জনগণের আস্থার প্রতীক হয়ে উঠবে।”
প্রধান বক্তা ফজলুল রহমান বকুল বলেন, “নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্যপদ নবায়নের মাধ্যমে আমরা আরও সংগঠিত হবো। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এই ঐক্যই আমাদের শক্তি।”
বিশেষ অতিথি আমান উদ্দিন কায়সার সাব্বির বলেন, “লেমুয়া ইউনিয়নের নেতাকর্মীরা সব সময় দলের জন্য নিবেদিত ছিলেন। আজকের এই উদ্যোগ ভবিষ্যতের রাজনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে।”
সভাপতি শাহ আলম মিয়াজী বলেন, “আমরা শুধু সদস্যপদ নবায়ন করছি না, বরং বিএনপিকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার অঙ্গীকার করছি।”
এছাড়াও উপস্থিত ছিলেন লেমুয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সালেহ আহমদ, কালিদহ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক লিটন, সদর উপজেলা জিয়া পরিষদের সভাপতি মোহাম্মদ সেলিম, লেমুয়া ইউনিয়ন বিএনপি যুগ্ন সম্পাদক মোঃ শাহজাহান লেমুয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিন্টু মেম্বারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।