close

লাইক দিন পয়েন্ট জিতুন!

লেমুয়া ৫নং ওয়ার্ড বিএনপির সদস্যপদ নবায়ন ও পরিচয়পত্র বিতরণ উদ্বোধন..

Monsur Alam avatar   
Monsur Alam
লেমুয়া ৫নং ওয়ার্ড বিএনপির সদস্যপদ নবায়ন ও পরিচয়পত্র বিতরণ উদ্বোধন

ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সদস্যপদ নবায়ন ও পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

‎শুক্রবার (২৯ আগস্ট) সকালে নেয়াজপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কামাল উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল হক লিটন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেমুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম মিয়াজী। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মো. ইয়াছিন রিপন মেম্বার,ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক মিন্টু মেম্বার, লেমুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মানিক, স্বেচ্ছাসেবক দল নেতা মো. ইউসুফ, যুবদল নেতা আনোয়ারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

‎অতিথিরা তাঁদের বক্তব্যে আওয়ামী লীগের কোনো দোসরকে বিএনপির সদস্য না করার আহ্বান জানান। একইসঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সাধারণ মানুষকে সংগঠিত করে ভোট প্রদানের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

No comments found