লালমনিরহাটে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মোঃ সোহরাব হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় লালমনিরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই রায় দেন। লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর ইউনিয়নের মকড়া ঢঢ গাছ গ্রামের দাদন ব্যবসায়ী সোহরাব হোসেনকে আদালতে হাজির করলে সিআই (CSI) আব্দুল হাকিম তার জামিনের বিরোধিতা করেন। মামলার যাবতীয় বিবরণ ও প্রমাণাদি বিবেচনা করে আদালত জামিন নামঞ্জুর করেননি।
রাষ্টপক্ষের আইনজীবি অ্যাডভোকেট মোঃ সামসুল আলম মিলন জানান, ৯ আগস্ট রাত ৮টার দিকে সোহরাব হোসেনসহ মোট ১১ জন সাংবাদিক হেলাল হোসেন কবিরকে তার নিজ বাড়ির সামনে থেকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টা চালায়। হামলায় কবিরের মা ছেলেকে রক্ষা করতে গিয়ে আহত হন। উভয়েই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।