লালমনিরহাটে ভুয়া ডাক্তার হাসিবুলের তিন মাসের কারাদণ্ড

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
এ কে এম কায়সারুল আলম, লালমনিরহাট করেসপন্ডেন্টঃ

লালমনিরহাট জেলার কালীগঞ্জের চন্দ্রপুর ইউনিয়নের লতাবর এলাকায় মোঃ হাসিবুল ইসলাম নামে এক ভুয়া ডাক্তারকে ভ্রাম্যমাণ আদালত ৩ মাসের কারাদণ্ড দিয়েছে। আজ মঙ্গলবার মেডিক্যাল ও ডেন্টাল আইন ২০১০ অনুযায়ী নিষিদ্ধ ওষুধ বিক্রয় ও ভুয়া পদবী ব্যবহারের দায়ে এ দণ্ড দেওয়া হয়।

হাসিবুল সমাজ বিজ্ঞানে ডিগ্রীধারী হলেও ২০২০ সাল থেকে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। এসময় তিনি ব্যবস্থাপত্র দেওয়া, এন্টিবায়োটিক ওষুধ সরবরাহ এবং ইন্ট্রাভেনাস স্যালাইন প্রয়োগের মতো কাজ করতেন। দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে বহু রোগীর ক্ষতি হওয়ার অভিযোগে আজ এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপস্থিত ছিলেন।

No comments found