তবে ঘরোয়া ক্রিকেটে মাঝে মাঝে টেস্ট ফরম্যাটে দেখা মেলে তার। এবার জানা গেল, আবারও লাল বলের ক্রিকেটে নিয়মিত হওয়ার ইচ্ছা রয়েছে সৌম্যের।
জাতীয় দলের সহকারী কোচ সোহেল ইসলাম জানিয়েছেন, সৌম্য নিজেই টেস্ট ফরম্যাটে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সোহেল বলেন,
"আপনারা জানেন, সৌম্য জিএসএলে খেলছিল। আমরা যখন লাল বলের অনুশীলন করছিলাম, তখন সে ফিরেই সাদা বলে প্রস্তুতি শুরু করেছে। তবে সে আগ্রহী লাল বলের ক্রিকেট খেলতে। তার অভিজ্ঞতাও রয়েছে, আগেও তো টেস্ট খেলেছে।"
লাল বল ও সাদা বলের ক্রিকেটের মধ্যে পার্থক্য তুলে ধরে কোচ সোহেল বলেন, "লাল বলের ক্রিকেট মানেই ধৈর্য, টেম্পারামেন্ট ও নির্ভুল টেকনিক। ফরম্যাট অনুযায়ী মানসিক প্রস্তুতিও বদলাতে হয়। যে বল ওয়ানডেতে এক রান দেয়, সেটা টি-টোয়েন্টিতে চার-ছয়ের জন্যও ট্রাই করি। তাই প্রতিটি ফরম্যাটের জন্য আলাদা প্রস্তুতি দরকার হয়।"
সোহেল আরও জানান, "খেলোয়াড়রা চেষ্টা করে সব ফরম্যাটে নিজেদের প্রমাণ করতে। সৌম্যও চায় টেস্টে ফিরতে। আমরা তাকে সেই মতো প্রস্তুত করছি—মানসিকতা, টেকনিক ও ম্যাচ পরিকল্পনায় যাতে সে আবার নিজেকে উপযুক্ত করে তুলতে পারে।"
তবে বাস্তবতা বলছে, সৌম্য সরকারের জন্য টেস্ট দলে ফেরা সহজ হবে না। তবুও তার আগ্রহ ও প্রচেষ্টা প্রমাণ করে, তিনি এখনো লাল বলে কিছু দেওয়ার মতো আত্মবিশ্বাস নিজের মধ্যে ধরে রেখেছেন।