হোমনা, কুমিল্লা | ২৫ আগস্ট ২০২৫ | নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের কাঠপট্টি এলাকায় মাছ বহনের ড্রামের ভেতর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে সোমবার সকাল ১০টার দিকে, উপজেলার সাদ্দাম বাজার ব্রিজের মুখে মাদকবিরোধী চেকপোস্ট বসিয়ে অভিযান চালানোর সময়।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, মাছ বহনকারী একটি পিকআপ ভ্যানকে থামার সংকেত দেওয়া হলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
পুলিশ ধাওয়া করে চালক সুজন (২০)–কে আটক করে।
তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ছাতিয়ানী গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে।
তল্লাশি চালিয়ে মাছের ড্রামের ভেতর থেকে ৮টি প্যাকেটে মোড়ানো অবস্থায় মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক সুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া তার বিরুদ্ধে আরও দুটি পূর্ববর্তী মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি।
পুলিশ সূত্রে জানা যায়, জব্দকৃত পিকআপ ভ্যানটির নম্বর: ঢাকা মেট্রো-ন-১২-৭৮২৭।
বর্তমানে এটি পুলিশ হেফাজতে রয়েছে।