কুমিল্লার হোমনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রফিকুল ইসলাম হত্যা, আটক ১..

এইচ,এম,এ ভূঁইয়া avatar   
এইচ,এম,এ ভূঁইয়া
কুমিল্লার হোমনা উপজেলায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে ছুরিকাঘাতে রফিকুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। অভিযুক্ত চাচাতো ভাই অলেক মিয়াকে এলাকাবাসী গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। মামলা প্রক্রিয়াধীন।..

কুমিল্লার হোমনা উপজেলায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে রফিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন।  
ঘটনাটি ঘটেছে ২৪ আগস্ট (রবিবার) সকাল ৯টার দিকে, উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি গ্রামে।

নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের মো. চুনু মিয়া–র ছেলে।  
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে চুনু মিয়া ও তার ভাই কুদ্দুস মিয়ার মধ্যে বিরোধ চলছিল।  
রবিবার সকালে এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথাকাটাকাটি হয়।  
একপর্যায়ে কুদ্দুস মিয়ার ছেলে অলেক মিয়া (৫০) ধারালো ছুরি দিয়ে চাচাতো ভাই রফিকুল ইসলামকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।  
ঘটনাস্থলেই রফিকুল ইসলাম মারা যান।

পরে এলাকাবাসী অলেক মিয়াকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।  
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।  
অপরদিকে আটক অলেক মিয়া পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের স্ত্রী রাশিদা বেগম জানান, “আজ সকালে পঞ্চবটি ঔষধ আনতে গেলে পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা হামলা করে।  
‘রাধা মন্দিরের সামনে’ আমার স্বামীর পেট কেটে ভুরি বের করে মেরে ফেলে।  
খুনিরা বাড়িতে এসেও আমাদের ওপর হামলা চালায়। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই।”

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।  
আটক অলেক মিয়া চিকিৎসাধীন রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।”

No comments found