কুমিল্লার দাউদকান্দিতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য; দশ মামলার আসামী সোহাগ গ্রেপ্তার..

এইচ,এম,এ ভূঁইয়া avatar   
এইচ,এম,এ ভূঁইয়া
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ লাখ টাকার মালামাল লুটের ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সোহাগকে দাউদকান্দি পৌরসভা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে রয়েছে ১০টি মামলা।..

কুমিল্লার দাউদকান্দিতে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মো. সোহাগ (৩৪)–কে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।  
২২ আগস্ট ২০২৫ তারিখে রাতের অভিযানে এসআই রবিউল ও ফোর্সের নেতৃত্বে তাকে দাউদকান্দি পৌর বাজার এলাকা থেকে আটক করা হয়।  
গ্রেপ্তারকৃত সোহাগ তুজারভাঙ্গা (কেডিসি) গ্রামের মৃত মন্টু মিয়া–র ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২৬ জুলাই রাতে উপজেলার জিংলাতলীর বানিয়াপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপদ ট্রান্সপোর্ট এন্ড পার্সেল সার্ভিস–এর একটি কাভার্ডভ্যানকে লক্ষ্য করে ডাকাতি সংঘটিত হয়।  
গাড়িটি নরসিংদীর মাধবদীর বাবুরহাট বাজার থেকে শাড়ি, গজ কাপড়, থ্রি-পিস, বিছানার চাদরসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল।

ডাকাত দলের ৫–৬ জন সদস্য একটি নাম্বারবিহীন পিকআপ দিয়ে কাভার্ডভ্যানের সামনে ব্যারিকেড তৈরি করে।  
গাড়ি থামিয়ে তারা মালামাল লুট করে দ্রুত পালিয়ে যায়।  
এই ঘটনায় সোহাগের সম্পৃক্ততা নিশ্চিত করে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ জুনায়েত চৌধুরী ও তদন্ত কর্মকর্তা ওসি মো. সামছুল আলম জানান, সোহাগের বিরুদ্ধে দাউদকান্দিসহ বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট ১০টি মামলা রয়েছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি