কিশোরগঞ্জের কুলিয়ারচরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
"পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি" এ স্লোগানকে সামনে রেখে শনিবার (১৬আগস্ট) দুপুরে কুলিয়ারচর থানা পুলিশ কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে ও আলোচনা সভায় কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সভাপতি নূরুল মিল্লাত, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক হাজী মো. শাহদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা আলেম ওলামা পরিষদের সভাপতি মুফতি ওবায়দুল্লাহ আনোয়ার, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার নায়েবে আমির মাও. মুহাম্মদ মাহবুবুর রহমান আবেদী, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক ও বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন নান্টু।
এসময় কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পিযুষ কান্তি ঘোষ, ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম (সাংবাদিক), উপজেলা বিএনপি'র সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা, ফরিদপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. গিয়াস উদ্দিন, ছয়সূতী ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. সালাহ উদ্দিন মুর্শেদ নিজামী বাবুল, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. মহসিন রানা, উছমানপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি হাজী আবুল কাসেম, সালুয়া ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী উছমানপুর ইউনিয়ন শাখার সভাপতি মো. ইকবাল হোসেন (বাদল ডাক্তার), গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মাওলানা মো. মাসুদ আহম্মেদ, ফরিদপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সরকার, সালুয়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মো.খায়রুল ইসলাম বকুল, রামদী ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মো. সাফি উদ্দিন সাফি, উছমানপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুস সালাম সুমন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক শরফ উদ্দিন খান সোপান, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হাসান নাজিম, ভারপ্রাপ্ত সদস্য সচিব এমরান খান, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মো. নাঈমুজ্জামান নাঈম, মোহাম্মদ আরীফুল ইসলাম, ফারজানা আক্তার, মো. সবুজ মিয়া ও উপজেলা ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিন সহ এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা মাদক নির্মুলে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্যে উপজেলার কুলিয়ারচর-মানিকদী ব্রিজ, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের দশকাহুনিয়া আশ্রয়ন কেন্দ্র, সালুয়া ইউনিয়নের স্টিল ব্রিজ, ফরিদপুর-বেলাব সীমান্ত ব্রিজ, লক্ষ্মীপুর-পোড়াদিয়া ব্রিজ ও কুলিয়ারচর বেপারি পাড়া সহ বিভিন্ন স্পষ্ট এখন মাদকের অবরেণ্য উল্লেখ করে বলেন, মাদক বিরোধী অভিযান জোরদার করুন, মাদক মুক্ত দেশ গড়ুন।