কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরশহরের বড়খারচর এলাকা থেকে জেসমিন আক্তার (৩০) নামে এক সিগারেট ফ্যাক্টরি শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত জেসমিন আক্তার কুলিয়ারচর পৌরশহরের দিনমজুর জাকির হোসেনের স্ত্রী। সে দুই ছেলে সন্তানের জননী। তার বাবার বাড়ি পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার কৈলাগ গ্রামে। সে একটি সিগারেট ফ্যাক্টরিতে কাজ করতেন।শু
শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে পৌরশহরের বড়খারচর মহল্লার জাকির হোসেনের বাড়ির লাকড়ির ঘর থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
পরিবারিক সুত্রে জানা যায়, গতরাত থেকেই তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি। পরে সকালে রান্নার জন্য লাকড়ির ঘরে ঢুকেই জেসমিনের ঝুলন্ত লাশ দেখতে পান শাশুড়ি। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত জেসমিনের ভাই মফিজ মিয়া বলেন, নিহত জেসমিনের স্বামী জাকির হোসেন প্রায়ই নেশার জন্য স্ত্রীর কাছ থেকে টাকা চাইতো আর টাকা না দিলে মারধর করতো।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বোঝা যাবে এটি আত্মহত্যা, নাকি হত্যাকাণ্ড।