সত্যজিৎ দাস:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় শনিবার (৯ আগস্ট) সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দুটি স্পেশাল ট্রেন চালু,আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েল গেজ ডাবল লাইনে উন্নীতকরণসহ আট দফা দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কুলাউড়া জংশন স্টেশনে অনুষ্ঠিত মানববন্ধনে রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক যাত্রী অংশ নেন।
মানববন্ধন সমন্বয়ক ও সাংবাদিক আজিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস খান,জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট এএনএম আবেদ রাজা,কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান,ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম,বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, সাংবাদিক খালেদ পারভেজ বক্স,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেলসহ অনেকে।
বক্তারা জানান,সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দ্রুত দুটি স্পেশাল ট্রেন চালু করতে হবে। আখাউড়া-সিলেট রেলপথের সংস্কার ও ডুয়েল গেজ ডাবল লাইনে উন্নীতকরণের পাশাপাশি অন্তত একটি লোকাল ট্রেন চালু করতে হবে। এছাড়া আখাউড়া-সিলেট সেকশনের বন্ধ স্টেশনগুলো চালু করতে হবে। কুলাউড়া জংশন স্টেশনে বরাদ্দকৃত আসনের সংখ্যা বৃদ্ধি,সিলেট-ঢাকা যাত্রীর জন্য ট্রেনের যাত্রাবিরতী প্রত্যাহার ও সিডিউল বিপর্যয় রোধে উন্নত ইঞ্জিন ব্যবস্থা দাবি করেন তারা।
কুলাউড়ার সর্বস্তরের ট্রেন যাত্রীবৃন্দ নামক আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। তার মধ্যে রয়েছে;
১) ১১ আগস্ট রেল উপদেষ্টা,সচিব ও রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে স্মারকলিপি প্রদান।
২) ১২ থেকে ১৫ আগস্ট সিলেট বিভাগের বিভিন্ন স্টেশনে মতবিনিময় ও প্রচারপত্র বিতরণ।
৩) রেলওয়ে ও জনপ্রশাসনের সঙ্গে মতবিনিময়।
৪) ১৬ আগস্ট কুলাউড়া জংশন স্টেশনে প্রতিবাদ সভা,যেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।