সত্যজিৎ দাস:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাহিদুল ইসলাম সুয়েব (৩২) গ্রেপ্তার হয়েছেন।
বুধবার (১৩ আগষ্ট) দুপুরে কুলাউড়া থানার পুলিশ উপজেলার হাজীপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে আটক করে। গ্রেপ্তার সুয়েব মৃত আব্দুল বারীর ছেলে। স্থানীয়দের অভিযোগ,তিনি অতীতে এলাকায় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান,“বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার মামলায় সুয়েবকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মামলার বাকি পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”