close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কুলাউড়ায় ৪৬ বোতল ইসকফ সিরাপসহ 'বাবুল' গ্রেফতার

Satyajit Das avatar   
Satyajit Das
Rapid Action Battalion (RAB-9) arrested a drug dealer with 46 bottles of Iscof syrup during a raid in Sharifpur, Moulvibazar. The operation reflects ongoing efforts to enforce zero tolerance against d..

সত্যজিৎ দাস:

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর ৯ নম্বর দল (সিপিসি-২), মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন শরীফপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে (১১ আগস্ট) সকাল ১০:৩০ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করে ৪৬ বোতল ইসকফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ব্যক্তি: আবুল হোসেন বাবুল (২৮), পিতা-আজম আলী,স্থান বেরিরগাঁও,থানা কুলাউড়া, জেলা মৌলভীবাজার।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সোমবার (১১ আগষ্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র‍্যাব দীর্ঘদিন থেকে দেশের নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে নিয়োজিত রয়েছে। বিশেষত মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র,হত্যা ও অন্যান্য নৃশংস অপরাধ দমনে র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ।

এদিনের অভিযানে গ্রেফতারকৃত আবুল হোসেন বাবুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত ইসকফ সিরাপ ও গ্রেফতারকৃত ব্যক্তিকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান,“র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। জনসাধারণের নিরাপত্তা ও শান্তি রক্ষায় র‍্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

No comments found