close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কুলাউড়ায় ২২১ পিস ইয়াবা সহ ৩জন গ্রেপ্তার

Satyajit Das avatar   
Satyajit Das
Three men were arrested with 221 yaba pills and Tk 40,000 in cash during a DB police raid in Laharajpur village of Kulaura’s Tilagaon Union.

সত্যজিৎ দাস:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লহরাজপুর গ্রামে অভিযান চালিয়ে ২২১ পিস ইয়াবা ও মাদক লেনদেনের ৪০ হাজার টাকা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় মাদক ব্যবসার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

 

রবিবার (০৩ আগষ্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে মৌলভীবাজার জেলা ডিবি পুলিশ জানায়,গতকাল শনিবার (২ আগস্ট) রাতে মৌলভীবাজার ডিবির একটি বিশেষ টিম অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্যের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলো- মো: আব্দুল বাজিদ (৪২), মো: ইয়াকুব আলী (২৫) ও কামাল (৪৫)।

 

অভিযানে বাজিদের বসতঘরের শোকেস থেকে ১৮০ পিস,ইয়াকুবের লুঙ্গির কোচা থেকে ১৭ পিস ও কামালের ট্রাউজারের পকেট থেকে ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি বাজিদের ঘর থেকে মাদক লেনদেনের ৪০,০০০ টাকা জব্দ করে পুলিশ।

 

জিজ্ঞাসাবাদে ইয়াকুব ও কামাল স্বীকার করেছেন, তারা বাজিদের কাছ থেকেই ইয়াবা সংগ্রহ করতেন। তিনজনই পরস্পরের সহযোগিতায় মাদক ব্যবসায় জড়িত বলে ডিবি পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।

 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। ডিবি জানায়,মাদকের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে।

Inga kommentarer hittades