স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই মিলনের স্ত্রী সানজিদা ও তার শাশুড়ির মধ্যে বনিবনা ছিল না। পারিবারিক কলহের জের ধরে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকত। রবিবার রাতে পারিবারিক ঝগড়ার একপর্যায়ে মিলনকে শাসন করেন পরিবারের লোকজন। এরপর ক্ষোভে-অভিমানে মিলন নিজ শোবার ঘরের ফ্যানের সঙ্গে রশি বেঁধে আত্মহত্যা করেন। ঘটনার সময় তার স্ত্রী ছিলেন বাবার বাড়িতে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, প্রাথমিক তদন্তে পারিবারিক অভিমান থেকেই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পরিবার ও স্থানীয়দের কোনো অভিযোগ না থাকায় থানায় ইউডি মামলা দায়ের করে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।