close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

কটিয়াদীতে উন্মুক্ত কবরস্থানের উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন..

Sayed Aliuzzaman Mohsin avatar   
Sayed Aliuzzaman Mohsin
কিশোরগঞ্জের কটিয়াদীতে উন্মুক্ত কবরস্থানের আনুষ্ঠানিক উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।..

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়ন সংলগ্ন এলাকায় একটি উন্মুক্ত কবরস্থানের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়। ৩০ আগস্ট শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেথইর রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাহমুদুল ইসলাম।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কটিয়াদী উপজেলার নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহ আহমদ আলী বিএসসি, নুরুজ্জামান চন্দন, মাওলানা শামসুল আলম সহ আরও অনেকে। বক্তারা এলাকায় উন্মুক্ত কবরস্থানের প্রয়োজনীয়তা এবং এর সামাজিক গুরুত্ব তুলে ধরেন।

অনেক সময় এলাকায় সুনির্দিষ্ট কবরস্থানের অভাবে মৃত ব্যক্তিদের দাফন করতে অসুবিধা হতো। অপরিকল্পিতভাবে বিভিন্ন স্থানে কবর দেওয়া হতো, যা অনেক সময় সামাজিক ও পরিবেশগত সমস্যা সৃষ্টি করতো। উন্মুক্ত কবরস্থান হওয়ায় এখন যে কোন এলাকার মৃত ব্যক্তিদের এখানে দাফন করানো যাবে। এছাড়া বেওয়ারিস লাশ এবং গরিব মৃত ব্যক্তিদের দাফন কাফনের খরচ উন্মুক্ত কবরস্থানের কর্তৃপক্ষ বহন করবে বলে জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম উন্মুক্ত কবরস্থানের নির্মাণে সাহায্যকারী মানব কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ মাহমুদুল ইসলাম এবং এলাকাবাসীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘সামাজিক কাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।’ তিনি উন্মুক্ত কবরস্থানে যাওয়ার জন্য একটি রাস্তা নির্মাণের প্রতিশ্রুতিও দেন।

আলোচনা সভার পর অতিথিবৃন্দরা কয়েক শতাধিক গাছের চারা উন্মুক্ত কবরস্থানের চারপাশে রোপণ করেন। এ বৃক্ষরোপণ কর্মসূচি কেবল পরিবেশগত ভারসাম্য রক্ষায় সহায়ক হবে না, বরং স্থানীয় জনগণের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।

এ ধরনের উদ্যোগ স্থানীয় প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে আরও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের পথ সুগম করবে।

No comments found