কিশোরগঞ্জের কটিয়াদীতে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা ও সাংবাদিক আনোয়ার হোসেনকে ইট দিয়ে থেঁতলে গুরুতর আহতকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৯ আগস্ট) দুপুর ২টার দিকে কটিয়াদী বাসস্ট্যান্ড গোল চত্বরে কটিয়াদী মডেল প্রেস ক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জামায়াত ইসলামি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল,কটিয়াদী মডেল প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জজ মিয়া,কটিয়াদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ মোফাসসেল সরকার,কটিয়াদী টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মোবারক হোসেন নূরী,সাংগঠনিক সম্পাদক সৈয়দ আলীউজ্জামান মহসিন,কোষাধ্যক্ষ এখলাছ উদ্দিন,দপ্তর সম্পাদক হামিদ হাসান,সদস্য আশরাফুল ইসলাম সুমন,সদস্য আজাদ রহমান মিশর,উপজেলা প্রেস ক্লাবের সদস্য সবুজ বাঙালীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা সরকারের কাছে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিক নির্যাতন বন্ধে সাংবাদিক সুরক্ষা আইন অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান।