close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কৃষকদল নেতা শহীদুল ইসলাম বাবুলের গ্রেফতার বিরোধী বিক্ষোভে উত্তাল বদলগাছী..

Rahmatullah Ashik avatar   
Rahmatullah Ashik
বিএনপি নেতা শহীদুল ইসলাম বাবুলের নিঃশর্ত মুক্তির দাবিতে বদলগাছীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।..

 

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জনাব শহিদুল ইসলাম খান বাবুলের নিঃশর্ত মুক্তির দাবিতে নওগাঁর বদলগাছীতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী

এসময় উপস্থিত ছিলেন বদলগাছী সরকারি কলেজের সাবেক জিএস ও উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নাবী স্যান্ডো, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হালিম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আহসান হাবীব লিটনসহ উপজেলা বিএনপি  ও উপজেলার ৮টি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

বক্তব্যে রেজাউন নাবী স্যান্ডো বলেন, “শহিদুল ইসলাম বাবুল ভাইকে ফরমায়েশি গায়েবি মিথ্যা মামলায় আটক করা হয়েছে। আমরা বদলগাছী থানা বিএনপি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ড. ইউনুস সাহেব, আপনি ভুলে গেছেন—আপনি যখন হেঁটে হেঁটে ৬ তলায় উঠতেন, অর্ধেক উঠার পর বসতেন আবার উঠতেন, আপনার মামলা উঠে যায়, কিন্তু আমাদের বিএনপির নেত্রীবৃন্দের মামলা ওঠে না। অবিলম্বে শহিদুল ইসলাম বাবুল ভাইসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীর মামলা প্রত্যাহারের আহবান জানাই।”

প্রধান অতিথি জাকির হোসেন চৌধুরী বলেন, “রাজনীতির অপর নাম সংগ্রাম, এটাই বাস্তবতা। শহিদুল ইসলাম বাবুল একজন ক্লিন ইমেজের মানুষ, অন্যায়ভাবে তাকে কারাগারে রাখা হয়েছে। বদলগাছী উপজেলা কৃষক দলের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।  শহিদুল ইসলাম বাবুল ভাইয়ের নিঃশর্ত মুক্তি যদি না দেওয়া হয়, তাহলে আগামীকাল থেকে লাগাতার কর্মসূচিতে অংশগ্রহণ করব।”

No comments found