close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কোম্পানীগঞ্জে যুবদল নেতা হত্যাচেষ্টা: ফখরুল ইসলামের সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল..

Abdullah al Mamun avatar   
Abdullah al Mamun
আবদুল্লাহ আল মামুন, নোয়াখালী প্রতিনিধি

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নে যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহাব উদ্দিনের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) বিকেল চারটায় বসুরহাট হাসপাতাল গেইট সংলগ্ন একটি চা দোকানে চা পানকালে শাহাব উদ্দিনের উপর হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, চর এলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোতা মিয়ার ছেলে মোঃ ইব্রাহিম ও তার সহযোগীরা পেছন থেকে ধারালো খুর দিয়ে শাহাব উদ্দিনকে হত্যার চেষ্টা চালায়। এতে তার কান, মুখ ও গলায় গুরুতর জখম হয়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বসুরহাট সরকারি হাসপাতালে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

এ ঘটনার প্রতিবাদে বিকেল ৫টায় বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও নোয়াখালী-৫ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব ফখরুল ইসলাম নিজ বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে ফখরুল ইসলাম অভিযোগ করে বলেন, "চর এলাহী ইউনিয়নের তোতা চেয়ারম্যানের ছেলেরা সাবেক বিএনপি সভাপতি ও সম্পাদকের মদদে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। আওয়ামী লীগ আমলে এরা আওয়ামী লীগের ছায়ায় থেকে বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল। এখন বিএনপির নাম ভাঙিয়ে দলকে প্রশ্নবিদ্ধ করছে।"

তিনি এই হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং তাদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।

পরে বাদ মাগরিব হামলার প্রতিবাদে কোম্পানীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ফখরুল ইসলাম বলেন, "এই সন্ত্রাসীদের অন্যতম পৃষ্ঠপোষক হচ্ছেন বজলুল রহমান চৌধুরী আবেদ। তার ছত্রছায়ায় থেকেই এরা এত সাহস পাচ্ছে।"

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "যদি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির কমিটিতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের জায়গা দেওয়া হয়, তাহলে কঠোর কর্মসূচি—including হরতাল—ঘোষণা করা হবে।"

ফখরুল ইসলাম কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "গত তিন বছরে যারা স্থানীয় কমিটিতে থেকে সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়ে কোম্পানীগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করেছে, তাদেরকে নতুন কমিটিতে না রাখার জন্য অনুরোধ জানাই।"

 

No comments found