close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কমলগঞ্জে নিজ ঘর থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

Satyajit Das avatar   
Satyajit Das
Young man found dead with blood injuries in Kamalganj; police confirm it as a murder and launch investigation.

সত্যজিৎ দাস:

মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ ঘর থেকে রাফি আহমেদ (২৮) নামে সাবেক ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) সকালে রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত রাফি রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের ভাতিজা। তিনি ছত্তার মিয়ার ছেলে।

 

মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন,“এটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হয়েছি। তবে হত্যার কারণ এখনও স্পষ্ট নয়।”

 

পরিবারের সদস্যরা জানান,সকালে ঘুম থেকে না ওঠায় রাফিকে ডাকাডাকি করা হয়। কোনো সাড়া না পেয়ে ঘরে গিয়ে দেখা যায়,খাটের ওপর রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে আছে।

 

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামীম আকনজি বলেন,“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করেছে। পরে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন।”

No comments found