কলারোয়া উপজেলা রিপোর্টার্স ক্লাবে এক জরাজীর্ণ পরিবেশে ভাগিনীর ক্রয়কৃত জমি দখলে নেওয়ায় মামার বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২১ শে আগষ্ট (বৃহঃপতিবার) সকাল ১১ ঘটিকার সময় কলারোয়া রিপোর্টার্স ক্লাবে লিখিত সংবাদ সম্মেলনে উপজেলার ১১ নং ইউপি পাটুলী বড় খোর্দ্দ গ্রামের মোছাঃ মৌসুমি খাতুন ,স্বামী মোঃ ইমাদুল ইসলাম(প্রবাসী) তিনি লিখিত বক্তব্যে বলেন আমার পিতার বাড়ী কলারোয়া উপজেলাধীন ১১ নং দেয়াড়া ইউনিয়নের পাটুলী গ্রামে। আমি আমার পিতার প্রতিবেশী মোঃ সামছুর রহমান সরদার পিতা মৃঃ বাছতুল্লাহ সরদার ও তার স্ত্রী মোছাঃ লাহিলা খাতুন স্বামী মোঃ সামছুর রহমান সরদ্র উভয় সাং –পাটুলী ডাকঘর –ছলিমপুর –কলারোয়া সাতক্ষীরা দ্বয়ের নিকট থেকে বিগত ২৬-০৯-২০২২ ইং তারিখে সাব-কোবলা দলিল মুলে এস,াে ১৪১ নং বিআরএস১৪০ খারিজ ৩৮২ নং খতিয়ানে এসএ ৪৩২ বিআরএস ৫৩১ নং দাগে ১৩ শতক জমি ক্রয় করি, যাহা পরবর্তীতে আমার নামে মিউটিশন করি যাহার খতিয়ান নং-৪৭৭, দাগ নং-৫৩১ জমির পরিমান ১৩ শতক। উক্ত জমি ক্রয় করিয়া আমি ১,৫০,০০০ হাজার টাকার পরিমান মাটি ভরাট করি এবং জমিতে আম গাছ কলা গাছ, লাগিয়ে জমি ভোগদখলে থাকি। কিন্তু আমার আপন মামা মোঃ জাহিদুল ইসলাম(৩৫),মোঃ তৌহিদুর রহমান(৩৭)উভয় পিতা মৃত তবিবর রহমান বিশ^াস সাং –পাটুলী, ডাকঘর –ছলিমপুর ,কলারোয়া-সাতক্ষীরা, দ্বয় আমাদের সাথে পূর্ব বিরোধের জেরে অনুমান ০১ বছর পূর্বে সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার পিতা- মোঃ নুরুল হক(৬০) এর বাড়ী ঘর ভাংচুর করিয়া সেখানে থাকা আমার ২ টি গরু ও ৮ টি ছাগল লুট পাট করিয়া নিয়ে যায়,যার মূল্য আনুমানিক ৫(লক্ষ) টাকা। উক্ত ঘটনার পাশাপাশি সন্ত্রাসী জাহিদুল ও তৌহিদুর রহমান তার বাহিনী নিয়ে অবৈদ ভাবে গায়ের জোরে আমার ক্রয়কৃত জমি জবর দখল করে। সেই থেকে আমার ক্রয়কৃত জমিতে যেতে দেয় না। এ ছাড়া জাহিদুল ও তেিৈহদুর রহমান আমার সহ আমার পিতা মাতার ও আমাদের পরিবারের সদস্যদের নামে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করিয়া আসিতেছে। আমার জমি দখল মুক্ত করিতে গেলে জাহিদুল ও তৌহিদুর আমাকে মারপিট ও খুন জখমের ভয়ভীতি ও জান মালের ক্ষয় ক্ষতির হুমকি প্রদান করে।আমি ও আমার পিতার বাড়ীর লোকজন বর্তমানে খুবই অসহায় অবস্থায় জীবন যাপন করিতেছি।
লিখিত বক্তব্যে মৌসুমি আরো বলেন সন্ত্রাসী জাহিদুল ও তৌহিদুর এর হাত থেকে আমাদের মুক্ত করে আমার ক্রয়কৃত জমি দখলে ও ক্ষয়ক্ষতি হওয়া গরু ছাগল ফিরে পেতে পারি এবং স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে বেচে থাকতে পারি তার জন্য সংবাদ সম্মেলনের সাধ্যমে প্রশাসনের সহায়তা কামনা করছি। সংবাদ সম্মেলন এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ নুরুল হক ও মিনি বেগম।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
No comments found