close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কলারোয়ায় গভীর রাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি শ্রদ্ধা নিবেদন, জনমনে ক্ষোভ..

MD.REJOAN ULLAH avatar   
MD.REJOAN ULLAH
রেজওয়ান উল্লাহ,কলারোয়া প্রতিনিধীঃ

কলারোয়ায় ম্যুরালে কুরআনের আরবি আয়াতের ওপর শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে পুষ্পস্তবকের ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে ছাত্র ও সাধারণ মানুষকে। শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) সকাল থেকে জুম্মার নামাজের পরেও এ দৃশ্য দেখা যায়।
কলারোয়া থানার ওসি শেখ সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশ ওই এলাকা ও আশপাশের বিভিন্ন স্থানে তদন্তে নেমেছেন। জুম্মার নামাজের আগে ও পরে ওসিকে আশপাশের সিসি ক্যামেরা চেক ও খোঁজখবর নিতে দেখা গেছে।

কলারোয়া উপজেলা চত্বরের পুরাতন অডিটোরিয়ামের পাশের একটি ম্যুরালে কুরআনের বাক্য ও আরবি লেখার উপর শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে সেখানে পুষ্পস্তবক রেখে ছবি ও ভিডিও  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়েছে। ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের ব্যানারে কে বা কারা গভীর রাতে ওই স্থানে ছবি ও পুষ্প স্তবক রেখে ভিডিও করে। ১৪ আগস্ট দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে সেই ছবিও ভিডিও ফেসবুকে আপলোড করতে দেখা গেছে।

শুক্রবার জুম্মার নামাজের পর সেখানে উপস্থিত অনেকে ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন- উপজেলা চত্বরে সরকারি বিভিন্ন দপ্তরের নাইটগার্ড থাকা সত্ত্বেও এবং আশপাশের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরার মাঝেও কিভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কে বা কারা এ ঘটনাটি ঘটাতে পারলো? 
এছাড়াও প্রাতিষ্ঠানিক পুষ্পস্তবক তৈরি ও ডিজিটাল ব্যানার কোথা থেকে তৈরি করা হয়েছে সেটাও দেখা উচিত।

উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সেখানে শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত প্রতিকৃতি তৈরি করা হয়েছিল। ২০২৪ এর ৫আগস্টে সেই প্রতিকৃতি ভেঙ্গে ছাত্র-জনতা সেখানে পবিত্র কুরআনের আয়াত ও আরবি লেখা সম্বলিত একটি বড় স্টিকার লাগিয়ে দেয়। ফেসবুকে দেখা গেছে- গতরাতে আরবি লেখা সেই স্টিকারের মাঝখানে শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে আওয়ামী লীগের নাম করে পুষ্পস্তবক অর্পণ করেন কে বা কারা।

এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।.

No comments found