ককসবাজার প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কক্সবাজার ট্যুরিজম বিজনেস সোসাইটি (CTBS)-এর অভিষেক অনুষ্ঠান। গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজারের জল তরঙ্গ অভিজত হোটেলে এ অভিষেক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ (রামু) আসনের সাবেক সংসদ সদস্য জনাব লুৎফর রহমান কাজল। উদ্বোধক ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি জনাব আফেল মাহমুদ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব এরশাদ উল্লাহ খান।
অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, কক্সবাজার বাংলাদেশের পর্যটনের প্রাণকেন্দ্র। এ খাতকে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ এবং উদ্যোক্তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি।
অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচিতি দেওয়া হয়। তাঁরা কক্সবাজারের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে অঙ্গীকার ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, কক্সবাজার ট্যুরিজম বিজনেস সোসাইটি পর্যটনবান্ধব পরিবেশ সৃষ্টি, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও আন্তর্জাতিক মানে কক্সবাজারকে প্রতিষ্ঠিত করতে কাজ করবে।