close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

খুলনায় জলবায়ু-স্মার্ট কৃষি প্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
খুলনা অঞ্চলে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য জলবায়ু-স্মার্ট কৃষি প্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

খুলনা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কনফারেন্স রুমে বুধবার (২০ আগস্ট '২৫) সকালে 'উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বিবেচনায় বিদ্যমান ও টেকসই জলবায়ু-স্মার্ট কৃষি (CSA) প্রযুক্তি ও অনুশীলন সমূহের উপর সমন্বিত গবেষণা’ ফলাফল প্রচার সেমিনার অনুষ্ঠিত হয়।

ডর্প, ইএসডিও ও উত্তরণ-এর মাধ্যমে বাস্তবায়িত Actions to Climate Change Ensuring Sustainable Solutions (ACCESS) প্রকল্পের অধীনে, হেলভেটাস বাংলাদেশ-এর কারিগরি সহায়তায় এই গবেষণা পরিচালিত হয়েছে। গবেষণাটি বিশেষভাবে উত্তর-পশ্চিম (বন্যাপ্রবণ) ও দক্ষিণ-পশ্চিম (লবণাক্ততা প্রবণ) অঞ্চলের জন্য প্রাসঙ্গিক ও অন্তর্ভুক্তিমূলক CSA প্রযুক্তি বিষয়ে কেন্দ্রিত ছিল।

সেমিনারে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম। উত্তরণের অত্র প্রকল্পের অপারেশন ম্যানেজার আফরোজা আক্তার বানুর সঞ্চালনায় সেমিনারে প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন বিভাগের প্রধান প্রফেসর ড. মো. মতিউল ইসলাম, প্রফেসর ড. মো. রেজাউল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র সায়েন্টিফিক অফিসার তাজরিন সুরিয়া মুনমুন, এবং রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ প্রমুখ।

আলোচনায় অংশগ্রহণকারীরা এ ধরনের প্রযুক্তির গুরুত্ব ও কার্যকারিতা নিয়ে বিশদ আলোচনা করেন। তারা বলেন, কৃষি ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নতুন প্রযুক্তির প্রয়োগ জরুরি। এ সময় গবেষণার ফলাফল ও সুপারিশসমূহ স্থানীয় সরকার, একাডেমিক প্রতিষ্ঠান, স্থানীয় এনজিও ও সিভিল সোসাইটি সংস্থা এবং স্থানীয় সম্প্রদায়সহ বৃহত্তর অংশীজনদের সাথে শেয়ার করা হয়।

সেমিনারে উপস্থিত বিভিন্ন খাতের অংশীজনরা কৃষক, সেবা প্রদানকারী, গবেষণা প্রতিষ্ঠান, স্থানীয় সরকার এবং এনজিওদের মধ্যে দায়িত্ব বণ্টনের গুরুত্ব তুলে ধরেন। তারা মনে করেন, সমন্বিত প্রচেষ্টায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সফলতা অর্জন সম্ভব।

সভাপতি মোঃ রফিকুল ইসলাম বলেন, 'জলবায়ু-স্মার্ট কৃষি প্রযুক্তি আমাদের কৃষকদের জন্য আশীর্বাদ হতে পারে, যা তাদের জীবিকা ও পরিবেশ রক্ষায় সহায়ক হবে।' তিনি আরও বলেন, 'এই গবেষণার ফলাফল আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়ক হবে এবং আমরা এর থেকে লাভবান হতে পারব।'

সেমিনারে উপস্থিত অংশগ্রহণকারীরা এই উদ্যোগের ধারাবাহিকতা রক্ষার জন্য আরও গবেষণা ও উন্নয়নমূলক কাজের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

No comments found