মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: শনিবার সরেজমিনে দেখা যায়, মতিয়ার রহমানের ছেলে শাকিল ও তার সহযোগীরা ফাঁড়িটি দখল করে ব্যবসা চালাচ্ছে। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তারা দাবি করে, জায়গাটি তাদের ব্যক্তিগত মালিকানাধীন, তাই সেখানে গোডাউন করেছেন। তবে স্থানীয় সূত্রে জানা যায়, ফাঁড়ি বা যাত্রীছাউনিটিকে গোডাউন হিসেবে ব্যবহার করেছেন।
শাকিল বলেন, এই ঘরটা সরকারি না এটা সম্পূর্ণ আমাদের জায়গাটা সরকারি না জায়গাটা আমাদের এই ঘরটা আমরা দিছি আমাদের টাকায় করেছি।
বর্তমানে পুলিশ ফাঁড়ি বা যাত্রীটি চিহ্নিত করার কোনো উপায় নেই। দরজা লাগিয়েছেন তালা, জানালা পলিথিনে মোড়ানো হয়েছে। ফলে ফাঁড়ি বা যাত্রী ছাউনি না দেখে সাধারণ গোডাউন বলেই মনে হয়।
ভেড়ভেড়ী ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল বলেন, ফাঁড়িটি প্রশাসনের হলেও এটি দখল হয়ে গেছে, বিষয়টি আমার জানা ছিল না।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, পুলিশ ফাঁড়ি ব্যক্তি মালিকানাধীন হওয়ার কথা নয়। বিষয়টি অবগত হলাম, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার জানান, আমি আপনার মাধ্যমে বিষয়টি জানলাম। চেয়ারম্যান ও থানার ওসির সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।