মো. আজিজার রহমান,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: মঙ্গলবার (১২ আগস্ট ) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব র্যালী, আলোচনা সভা, বৃক্ষরোপণ, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, কর্মশালা এবং সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকাসহ নানা ট্রেডে যুব প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: কামরুজ্জামান সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা জ্যোৎস্না আরা বেগম, এনজিও প্রতিনিধি, প্রশিক্ষণার্থী ও যুবগণ।